জাপান থেকে পিএইচডি অর্জন করলেন উখিয়ার সন্তান সাদাব সিপার ইব্বান
Tuesday, September 23, 2025
কক্সটিভি নিউজ ডেস্ক :
উখিয়ার কৃতী সন্তান সাদাব সিপার ইব্বান জাপানের সম্মানজনক Tokyo University of Agriculture & Technology থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ১৮ সেপ্টেম্বর তিনি সফলভাবে তার গবেষণা সম্পন্ন করে এ ডিগ্রি লাভ করেন।
ড. ইব্বান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোকতার আহমেদ ও মিসেস ছালেহা চৌধুরীর কনিষ্ঠ সন্তান। তিনি লেফটেন্যান্ট কর্ণেল সাদমান সিপার ওসান-এর ছোট ভাই।
গবেষণার বিষয়
তার গবেষণার শিরোনাম ছিলো—
“Exogenous Mitochondria Mitigate Oxidative Damage: Importance of Outer Membrane Integrity for Cellular Protection.”
ড. ইব্বান আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসায় Mitochondria Transplantation চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
বর্তমান কর্মক্ষেত্র
বর্তমানে ড. ইব্বান আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
ড. ইব্বান এবং তার সহধর্মিণী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাতুল নাঈমা, নবীন গবেষকদের সঙ্গে যুগোপযোগী গবেষণায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।