রামু সহিংসতায় আলোচিত উত্তম বড়ুয়া সপরিবারে ফ্রান্সে!

রামুতে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সংগঠিত সহিংস ঘটনায় আলোচিত উত্তম বড়ুয়া সপরিবারে ফ্রান্সে অবস্থান করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'পবিত্র কুরআন অবমাননার একটি ছবি' উত্তম বড়ুয়ার ফেসবুকে ট্যাগ করার জের ধরে ওই সহিংস ঘটনা ঘটে। এ ঘটনার ১৩ বছর পর উত্তম বড়ুয়ার এ ছবি নিয়ে সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফ্রান্সের একটি বিমান বন্দরের লাউঞ্জে উত্তম বড়ুয়া, তাঁর স্ত্রী রীতা বড়ুয়া এবং একমাত্র সন্তান আদিত্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ কে এম আতিকুজ্জামান নামে ঢাকার এক গণমাধ্যমকর্মী। সোমবার, ১১ অক্টোবর রাত ১১ টার দিকে ছবিটি শেয়ার করে ফেসবুকে তিনি লিখেছেন-'উত্তম হারিয়ে গিয়েছিল। ১৩ বছর ১৩ দিন পর অবশেষে তাঁর খোঁজ পেল পৃথিবী। ১৩ বছর ১৩ দিন নিতান্ত কম সময় নয়। যৌবনের শুরু থেকে শুরু বলে এই সময় পুরো এক যৌবন -- দীর্ঘের চেয়েও দীর্ঘ এক কাল।"