পর্যটন নগরীতে উদ্বোধন হলো জনপ্রিয় মাল্টিন্যাশনাল স্মার্টফোন কোম্পানি টেকনো'র অথরাইজ শো-রুম
Wednesday, October 15, 2025
আহসান সুমন :
পর্যটন নগরী কক্সবাজারে দেশের জনপ্রিয় মাল্টিন্যাশনাল স্মার্টফোন কোম্পানি টেকনো বাংলাদেশের একমাত্র অথরাইজ শো-রুমের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র কক্সবাজার সিটি সেন্টারের নিচতলায় এই ব্র্যান্ড শপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটির একমাত্র অনুমোদিত অথরাইজ ডিলার শহীদ এন্টারপ্রাইজ।
কক্সবাজারের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান শহীদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ শহীদুল্লাহ কায়সার শহীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টেকনো মোবাইল কোম্পানীর চ্যানেল সেলস ম্যানেজার গাজী মোহাম্মদ জাহিদুল কবির, কক্সবাজার সিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজী ফিরোজ আহমদ ওসমানী, টেকনোর এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জনপ্রিয় এই প্রতিষ্ঠান উদ্বোধনের মধ্যদিয়ে কক্সবাজারবাসীর হাতে ধরা দিয়েছে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির এক নতুন দিগন্ত।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহীদুল্লাহ কায়সার শহীদ আরও জানান, টেকনো নিয়ে এসেছে এমন সব স্মার্টফোন, যেখানে স্টাইলের সাথে মিশে গেছে আধুনিক ইনোভেশন, আর প্রতিটি ফোনই যেন বলবে আপনার নিজের গল্প।
গ্রাহকদের জন্য এই শো-রুমে থাকছে সর্বশেষ টেকনো ডিভাইস, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আকর্ষণীয় লোন অফার এবং আধুনিক স্মার্টফোন অভিজ্ঞতার ভিন্ন সব সুযোগ সুবিধা।
দীর্ঘদিন পর হাতের নাগালে এমন সুযোগ-সুবিধা সম্পন্ন একটি মোবাইল শো-রুম পেয়ে খুশি কক্সবাজারের স্মার্টফোন ব্যবহারকারীরা।