কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শহর দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "জনবান্ধব আধুনিক শহর" এ প্রতিপাদ্যে কক্সবাজার পৌরসভা প্রাঙ্গন থেকে প্রশাসক শামীম আল ইমরানের নেতৃত্বে একটি যুব সমাবেশ ও র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর পৌরসভা ভবনে ৩য় তলার হলরুমে “বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক কক্সবাজার বিনির্মাণে তরুণদের ভাবনা”-শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার প্রশাসক শামীম আল ইমরান। আলোচনা সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ৪০ জন তরুণ-তরুণী তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রাজু বসাক সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উদযাপনের অংশ হিসেবে ২৮ অক্টোবর পৌর হলরূমে একটি “হেলথ ক্যাম্প” এর আয়োজন করা হয়। যেখানে প্রায় ১০০ জন পরিচ্ছন্নতাকর্মীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।