মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ
Wednesday, November 26, 2025
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ উপজেলা। বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে কম্পন খুবই অল্প ছিল, ফলে অধিকাংশ মানুষ তা টের পাননি। উৎপত্তিস্থলের গভীরতা তারা নিশ্চিত করতে না পারলেও ইউরোপ-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এর আগে গত শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানে, যাতে অন্তত ১০ জন প্রাণ হারান। সেই ঘটনার পরের দিনই দেশে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, একই দিনে মিয়ানমারেও সকাল ৬টা ৪১ মিনিট এবং ৭টা ১৯ মিনিটে দুটি ভূমিকম্প আঘাত হানে, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৭।
ভূমিকম্পের ধারাবাহিকতা রাজধানী ঢাকায় আতঙ্ক বাড়িয়ে তুলেছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাংলাদেশের ভূকম্পন ঝুঁকি বাড়ছে এবং বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনাকে হালকা করে দেখার সুযোগ নেই। রাজউকের একটি সমীক্ষা অনুযায়ী, পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর ফল্টে যদি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়, তবে ঢাকা শহরের প্রায় ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে। এতে দুই লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।



