চট্টগ্রামের দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এসআইসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক পুলিশ সদস্যসহ আরও দুইজন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতলী এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত এসআই মো. সাইফুল ইসলাম (৩০) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। এছাড়া, মো. হাফিজুর রহমান নামে আরও একজন নিহত হয়েছেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।