জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উখিয়ার ইমু নেচার এগ্রো ফার্মের দাপুটে সাফল্য গরু–মহিষ–ছাগল–ভেড়া প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন**

উখিয়া প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এ অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে উখিয়া উপজেলার নাছির উদ্দিন পরিচালিত ইমু নেচার এগ্রো ফার্ম। গরু, মহিষ, ছাগল ও ভেড়া—চারটি ক্যাটাগরিতেই মান, পরিচর্যা, ও উপস্থাপনায় অসাধারণ দক্ষতার কারণে ফার্মটি বিচারকদের সর্বোচ্চ প্রশংসা পেয়েছে। প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রতিযোগিতা ছিল অত্যন্ত কঠিন। তবুও নাছির উদ্দিনের ইমু নেচার এগ্রো ফার্ম আধুনিক পদ্ধতিতে পশুপালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য নিরাপত্তা নিয়ম কঠোরভাবে অনুসরণের মাধ্যমে নিজেকে সবার ওপরে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফার্মের মালিক নাছির উদ্দিন বাদশা বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি উখিয়ার মানুষের ভালোবাসা ও প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতার ফল। ভবিষ্যতে আরও উন্নত মানের পশু উৎপাদন করে জাতীয় পর্যায়ে উখিয়ার সুনাম ছড়িয়ে দিতে চাই।” স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান—ইমু নেচার এগ্রো ফার্মের এ অর্জন নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং টেকসই পশুপালন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। উখিয়া উপজেলাব্যাপী এই সাফল্য আনন্দের ঢেউ তুলেছে, এবং এলাকাবাসী নাছির উদ্দিনকে অভিনন্দন জানাচ্ছেন।