উখিয়ায় সীমান্তে বিজিবির বড় অভিযান: ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

হুমায়ুন কবির জুশান উখিয়া। ২৭/১১/২০২৫ কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বড় আকারের ইয়াবার চালান পাচারের চেষ্টা আবারও ভেস্তে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে জব্দ করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা। বাজারমূল্য আনুমানিক ১১ কোটি টাকা। বিজিবি জানায়, রাত ১২টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। আধাঘণ্টা পর মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। টহল দল চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে খাকি টেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩৬ কাটে মোট ৩,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চোরাকারবারিদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “অপরাধীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, সীমান্ত পাহারা ও মাদক দমন কার্যক্রমে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৬৪ বিজিবি দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে নিয়মিত সাফল্য দেখিয়ে আসছে। বড় চালান আটক হওয়ার এই ঘটনাটি আবারও প্রমাণ করল—মিয়ানমার সীমান্তে মাদক চক্রের গতিপ্রকৃতি ঠেকাতে বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে।