উখিয়ায় মা"হাদ আল-ফুরকান মাদ্রাসার হিফযুল কুরআন সম্মাননা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
Tuesday, December 02, 2025
শফিউল শাহীন, কক্সটিভি
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্গত মরিচ্যা বাজার ইকবাল টাওয়ারের পঞ্চম তলায় মা"হাদ আল-ফুরকান মাদ্রাসার হিফজুল কুরআন সম্মাননা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল থেকে এম আর কনভেনশন হলে মা'হাদ আল-ফুরকান, মাদ্রাসার পরিচালক মুফতি রিদওয়ানুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিন ব্যাপী হিফজুল কুরআন সম্মাননা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতি ওবাইদুল্লাহ হামযাহ ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমায়েতে ইসলামী, কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
এতে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জামাত ইসলামী উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসর পরিচালক মাওলানা মুহছেন শরীফ, কক্সবাজার লাইটহাউস দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আলী, কক্সবাজার জামিয়া ইমাম মুসলিম (রহ.) এর শাইখুল হাদিস মুফতি আবদুল গফুর নদীম, ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এ.আর. এম ফরিদুল আলম, কক্সবাজার মাদ্রাসাতুল কুরআনের পরিচালক এ্যাডভোকেট মাওলানা রিদুয়ানুল কবির, জেলা ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওঃ হাফেজ কলিম উল্লাহ, থাইংখালী মাদ্রাসা দারুত তাহযীবের পরিচালক মাওঃ আবদুস ছত্তার, ঘুমধুম রওজাতুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওঃ ইউনুছ সরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবুল মঞ্জুর ও পাতাবাড়ী মাদ্রাসা এহইয়াউস সুন্নাহর পরিচালক মাওলানা আবু বকরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ মাদ্রাসার সুনাম এভাবে উপজেলা, জেলা এবং বিভাগীয়ভাবে শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে বলে আশা ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা।



