কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকতা বিষয়ে বিএসপিএ'র দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
Tuesday, December 02, 2025
সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া সাংবাদিকদের এশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার শাখা এই প্রশিক্ষণের আয়োজন করে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোহাম্মদ-আল-মারুফ।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালা পরবর্তী সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণকালে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামন হোসেন।
এছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক এবং মাল্টিমিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক আলাদা প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বিএসপিএ'র কেন্দ্রীয় সহ-সভাপতি ও দেশ রূপান্তর পত্রিকার ক্রীড়া ইনচার্জ সুদীপ্ত আহমদ আনন্দ, বিএসপিএ'র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিবিসি বাংলা ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফয়সাল তিতুমীর।
অনুষ্ঠান শেষে 'বিএসপিএ'র সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিথুন আশরাফ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম নিজেদের অনূভুতি ব্যক্ত করেন।
প্রশিক্ষণে 'ইলেক্ট্রনিক মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা', 'প্রিন্ট মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা', 'মাল্টিমিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা', জাতীয় ও আন্তর্জাতিক স্পোর্টস রিপোর্টিং সম্পর্কে ধারনা, বিভিন্ন নিয়মাবলী, ক্রিকেটের ইতিহাস, লিখার নিয়মসহ স্পোর্টস রিপোর্টিং সম্পর্কে বিভিন্ন বিষয়ে ধারনা দেন প্রশিক্ষকরা।
অত্যন্ত মর্যাদাপূর্ণ এই প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারের প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া কর্মরত ৫০ জনের অধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
প্রশিক্ষণ সমন্বয়ক ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার শাখার আহবায়ক এম আর মাহবুব এবং সদস্য সচিব আহসান সুমন।
প্রশিক্ষণ শেষে এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশনের রিপোর্টার মোরশেদুর রহমান খোকন, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক গোলাম আজম খান, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম হোসাইন শাকিল, বিএসপিএ কক্সবাজার এর সাবেক সভাপতি মাহবুবুর রহমান ও শাহেদ মিজানসহ আরো অনেকে অনুভূতি ব্যক্ত করেন।
এছাড়া জেলা ফুটবল দলের কোচ মাসুদ আলম, পর্যটন উদ্যোক্তা হোসাইনুল ইসলাম বাহাদুর, ক্রীড়া সংগঠক নুরুল হুদা চৌধুরী (মরণোত্তর) এর পক্ষে আবদুল্লাহ আল রুমেল, মুহাম্মদ হোসাইন, নাছির উদ্দিন বাচ্চু, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, স্থপতি শাহেদ সালাহউদ্দিন, নুরুল কবির পাশা, বখতিয়ার হোসাইনকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।



