এনসিপির কোনো প্রার্থী জমা দেয়নি: কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল
Monday, December 29, 2025
শাহেদ হোছাইন মুবিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ২৯ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এই শেষ দিনে কক্সবাজার জেলার ৪ টি আসনে ২৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল ২৯ ডিসেম্বর। আর এই শেষ দিন পর্যন্ত জেলার ৪ টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে বলে জানা গেছে।
# সংসদীয় আসন ২৯৪-কক্সবাজার-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন, মো: সাইফুল ইসলাম (স্বতন্ত্র) মো: ছরওয়ার আলম কুতুবী ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) সালাহউদ্দিন আহমদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) মো: আবদুল কাদের (গণঅধিকার পরিষদ) আব্দুল্লাহ আল ফারুখ ( বাংলাদেশ জামায়াতে ইসলামী)
# সংসদীয় আসন ২৯৫ কক্সবাজার-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন।তারা হলেন, জিয়াউল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস) আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ) এ এইচ এম হামিদুর রহমান আযাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) মো: মাহমুদুল করিম (জাতীয় পার্টি) গোলাম মওলা ( স্বতন্ত্র)
#সংসদীয় আসন ২৯৬ কক্সবাজার-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, আমিরুল ইসলাম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) লুৎফুর রহমান ( বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) জগদীশ বড়–য়া (বাংলাদেশ লেবার পার্টি) মো: ইলিয়াছ মিয়া ( স্বতন্ত্র) শহীদুল আলম বাহাদুর (বাংলাদশ জামায়াতে ইসলামী) নুরুল আবছার (আমজনতার দল)
#সংসদীয় আসন ২৯৭ কক্সবাজার -৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন, নুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) শাহজাহান চৌধুরী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) সাইফুদ্দিন খালেদ ( জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম) আব্দুল্লাহ আল আরফাত (লেবারেল ডেমোক্রেটিক পার্টি) নুর আহমদ আনোয়ারী (জামায়াতে ইসলামী বাংলাদেশ)
তবে ভোটের মাঠে সরব থাকলেও নির্বাচনে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া এনসিপি কক্সবাজারের কোনো আসনে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি।
এদিকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও কক্সবাজার ৪ টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মো: আব্দুল মান্নান জানান, জেলার ৪ টি আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল করেছেন। এ মনোনয়ন পত্রগুলো যাচাই বাছাই করা হবে কক্সবাজার ১ আসনের ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল ৩ টায়, কক্সবাজার ২ আসনের ২ জানুয়ারি বিকাল ৪ টায়, কক্সবাজার ৩ আসন শনিবার ৩ জানুয়ারি ২০২৬ সকাল ১১ টায়, কক্সবাজার ৪ আসন শনিবার ৩ জানুয়ারি ২০২৬ ইং দুপুর ১২ টায়।
কক্সবাজার জেলায় সুষ্ঠু সুন্দর উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, এবং প্রচার প্রচারণা শুরু হবে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নির্দেশনা মেনে চলেন তাঁর জন্য জেলা প্রশাসক আহ্বান জানিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচন অফিসাররা উপজেলা পর্যায়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা অবকাঠামো, বিদুৎ পর্যবেক্ষণ করা হয়েছে। সরকারের আচরণ বিধি মানার জন্য একটি নির্দেশনা দিয়েছে। জেলায় উপজেলা ভিত্তিক দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ যাঁরা প্রতিনিয়ত আচার বিধির বিষয় গুলো তদারকি করছে কোন ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারী।



