উখিয়ার রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের আ’গুন নিয়ন্ত্রণে
Thursday, December 25, 2025
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ৫ টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে, তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত হলে স্থানীয় বাসিন্দাসহ রোহিঙ্গাদের সহায়তায় নির্বাপণে কাজ শুরু করে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণ এসেছে বলে জানা গেছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত আছে। অন্যদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় আতংক-উদ্বেগ ছড়িয়েছে রোহিঙ্গাদের মাঝে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, ‘ বি-ব্লকের একটি ঘরে আগুন লাগে কিভাবে ধরেছে জানিনা, প্রাণ বাচাতে পরিবার নিয়ে বেরিয়ে এসেছি।’
গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায়, নিহত হয় একজন।



