চকরিয়ায় নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে নুরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় ৪র্থ ও ৭ম শ্রেণির (বিদ্যালয়) এবং ৪র্থ ও ৭ম শ্রেণির (মাদ্রাসা) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। পরীক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল বলে জানান আয়োজকরা। এই মেধাবৃত্তি পরীক্ষা আবদুল হানান স্মৃতি ফাউন্ডেশন ও আবদুল হানান গণ-গ্রন্থাগার–এর উদ্যোগে পরিচালিত হয়। পরীক্ষার পৃষ্ঠপোষকতায় ছিলেন সমাজসেবক লায়ন নূরে হাবিব তসলিম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আলতাফ হোসেন। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলো বদরখালী জেনারেল হাসপাতাল। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।