দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে লুৎফুর রহমান কাজলের নির্দেশনাঃ

প্রিয় সহযোদ্ধবৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা ও সমর্থনের সৌজন্যে বিভিন্ন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার -৩ সংসদীয় আসনস্থ এলাকায় দেয়াল লিখন, ব্যানার–ফেস্টুন টানানো হয়েছে, তার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে এসব ব্যানার–ফেস্টুন ও দেয়াললিখন অপসারণ করা বাধ্যতামূলক। সুতরাং বিনীত অনুরোধ—যারা নিজ নিজ উদ্যোগে নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে দয়া করে দ্রুত নিজ দায়িত্বে ব্যানার–ফেস্টুনগুলো নামিয়ে ফেলবেন। আইন মেনে শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। অনুরোধক্রমে- লুৎফুর রহমান কাজল বিএনপি মনোনীত প্রার্থী কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও)