মিয়ানমারে পাচারকালে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫টি মোবাইল ফোন উদ্ধার; ৪ পাচারকারী আটক
Tuesday, December 09, 2025
কক্সটিভি নিউজ :
মিয়ানমারে পাচারকালে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসময় ৪ পাচারকারীকে আটক করা হয়।
৯ ডিসেম্বর দুপুর আনুমানিক টায় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সিএনজি গাড়িযোগে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সীমান্তে যাওয়ার সময় গর্জনিয়া ইউপিস্থ বড়বিল এলাকা হতে পাচার চক্রের এই ৪ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলো, মো: জুবাইর (২৩), পিতা-জাকের হোসেন, সাং-তুলাতলী, ০৫নং ওয়ার্ড, দৌছড়ি ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান, ২। আব্দুর রহিম শাকিল (২১), পিতা- মো: ফজল করিম, সাং- তিতার পাড়া, ০৩নং ওয়ার্ড, ৩। মো: এরশাদ (২১), পিতা- লাল মিয়া, সাং- তিতার পাড়া, ০৩নং ওয়ার্ড, ৪। মৃদুল দাশ (২২), পিতা- মৃত অনিল দাশ, সাং- দৌছড়ি হিন্দু পাড়া, ০২নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, সর্বথানা- রামু, জেলা- কক্সবাজারের হেফাজতে থাকা বিভিন্ন ব্রান্ডের ২৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত পাচারকারীচক্র দীর্ঘদিন ধরে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন পাচার করে আসছিল। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ শোভন।



