আরাকান আর্মির গু*লিতে আহত শিশু ও পা বিচ্ছিন্ন হওয়া হানিফের খোঁজ নিতে তাদের বাড়িতে যান আনোয়ারী।
Thursday, January 15, 2026
প্রেস বিজ্ঞপ্তি
আরাকান আর্মির গু*লিতে আহত শিশুদের খোঁজ–খবর নিতে উখিয়া–টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সংশ্লিষ্ট পরিবারগুলোর বাড়িতে পরিদর্শনে যান।
আজ ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি সকাল ৮:০০ টায় হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও তেচ্ছিব্রিজ এলাকায় আরাকান আর্মির গু*লিতে আহত শিশু হোযায়ফা এবং পা বিচ্ছিন্ন হওয়া হানিফের পরিবারের খোঁজ নিতে তিনি উপস্থিত হন।
পরিদর্শনকালে তিনি আহতদের পরিবারের খোঁজ–খবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ করে আহতদের চিকিৎসা ব্যয় প্রশাসনের পক্ষ থেকে বহন করার জন্য অনুরোধ জানান।
এ সময় তিনি সীমান্তবর্তী এলাকায় মাইন বা অবিস্ফোরিত বস্তু যা রয়েছে তা দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মাইন অপসারণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ হোছাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



