খাসির কথা বলে শিয়ালের মাংস বিক্রি, যেভাবে ধরা খেলো কসাই
Friday, January 16, 2026
পাবনার চাটমোহরে ফাঁদ পেতে শিয়াল ধরে জবাইয়ের পর সেই মাংস ‘খাসির মাংস’ বলে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামের এক কসাই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযুক্ত আশরাফুল হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালের মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখেন আশরাফুল। সেই ফাঁদে শিয়াল ধরা পড়ার পর তিনি নিজেই সেটি জবাই করেন। এরপর হরিপুর বাজারে নিয়ে গিয়ে খাসির মাংস বলে বিক্রি করার চেষ্টা করেন। কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ায় বাজারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে জেরা করার এক পর্যায়ে আশরাফুল স্বীকার করেন, এটি খাসি নয়, শিয়ালের মাংস। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তিনি কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন এসে মাংস উদ্ধার করে।



