বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেয়া চলবে না-কক্সবাজারে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান

আহসান সুমন, কক্সবাজার : গৃহায়ন ও গণপূর্ত, শিল্প,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশের। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে। উপদেষ্টা দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরীর হলরুমে গণভোটের কার্যক্রম সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রস ফায়ার দেয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না, আমরা এমন একটি দেশ চাই যে দেশ হবে বৈষম্যমুক্ত ফ্যাসিবাদমুক্ত, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমঅধিকার ভোগ করবে। আদিলুর রহমান খান বলেন, জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। তাই জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানান উপদেষ্টা। জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বক্তব্য রাখেন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানাশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে আরও কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা।