রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার
Saturday, January 17, 2026
তানিম হোসেন ইমন, রামু
অদ্য ১৭/০১/২০২৬খ্রিঃ তারিখ জনাব এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশনায় মনিরুল ইসলাম ভুঁইয়া, অফিসার ইনচার্জ, রামু থানা, কক্সবাজার এর তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অংশগ্রহণে এসআই(নিঃ) মোহাঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ১৭/০১/২০২৬খ্রিঃ তারিখ ২৩.৪০ ঘটিকার সময় রামু থানাধীন ঈদগড় ইউপিস্থ পানিস্যাঘোনা সাকিনস্থ আসামী নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার এর বসতঘরের ভিতরে ধানের বস্তার ভিতর হতে ক) ১০(দশ) রাউন্ড চায়না রাইফেল এর গুলি, খ) শর্টগানের কার্তুজ ০২(দুই) রাউন্ড ও শর্টগানের খালি খোসা ০৩(তিন)টি উদ্ধার পূর্বক ১৮/০১/২০২৬ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উপরোক্ত গুলি ও কার্তুুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। আসামী দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সংক্রান্তে ০৫টি মামলা রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীঃ- নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার(৩৬), পিতা- শহর আলী, সাং- পানিস্যাঘোনা, ৭নং ওয়ার্ড, ঈদগড় ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত আলামত: ক) ১০(দশ) রাউন্ড চায়না রাইফেল এর গুলি, খ) শর্টগানের কার্তুজ ০২(দুই) রাউন্ড ও শর্টগানের খালি খোসা ০৩(তিন) টি।



