ভ্যাট-মজুরিসহ ১ ভরি স্বর্ণালংকারে খরচ হবে ২ লাখ ৮৪ হাজার টাকা

কক্সটিভি প্রতিবেদক:: নতুন করে দাম বাড়ার কারণে আজকে দেশের জুয়েলারি দোকানে ভালো মানের ১ ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, এই দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ। তবে ১ ভরির অলংকার বানাতে ক্রেতাদের এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি দিতে হবে। তাতে মোট খরচ পড়বে ২ লাখ ৮৩ হাজার ৭৩৫ টাকা। নতুন করে সোনার দাম বাড়ার বিষয়টি আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে জানায় জুয়েলার্স সমিতি। টানা তিন দফা বড় উত্থানের পর গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সোনার ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দেয় সমিতি, যা আজ সকাল থেকে কার্যকর হওয়ার কথা। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এই দাম কার্যকরের কয়েক ঘণ্টার ব্যবধানে যতটুকু দাম কমেছিল, তার দ্বিগুণ বৃদ্ধি করেছে সমিতি। করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে, সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি এক লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকায় মাইলফলক স্পর্শ করে। গতকাল বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম। নতুন দর অনুযায়ী, দেশে আজ দুপুর সোয়া ১২টা থেকে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ এবং সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। আজ সকালে দাম কমে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা। জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৬ হাজার ২৯৯ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ১৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৪ হাজার ৪৩২ টাকা দাম বেড়েছে।