কক্সবাজারে মামার হাতে ভাগিনা খুন
Thursday, January 29, 2026
কক্সটিভি নিউজ :
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামার হাতে খুন হয়েছে আপন ভাগিনা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রুমালিয়ারছড়া এলাকার বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন মুন্না (২৫) কক্সবাজার পৌরসভার সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে।
মুন্নার বিরুদ্ধেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে জনশ্রুতি শুনা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে নিহত মুন্নার মায়ের অংশের জমি নিয়ে তার নানী নয়না বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা হয়। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না শহরের পিটি স্কুল সংলগ্ন বাঁচামিয়ার ঘোনা এলাকায় গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী নিহতের স্বজনদের কাছ থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী, হামলায় অংশ নেন মুন্নার মামা হামিদ উল্লাহ, মামাতো ভাই নয়ন, তৌহিদ, মিসবাহ ও নানী নয়না বেগম।
এসময় লোহার রড দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।



