টাকা দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-হোয়াটসঅ্যাপ

কক্সটিভি নিউজ ডেস্ক:: মেটা খুব শিগগিরই তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের প্রিমিয়াম সংস্করণ চালু করতে পারে। এক প্রতিবেদনে এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। মেটার বক্তব্য অনুযায়ী, এই নতুন সাবস্ক্রিপশন মডেলটি তাদের বিদ্যমান ভেরিফায়েড প্ল্যানের থেকে আলাদা হবে এবং এতে এমন কিছু এক্সক্লুসিভ ফিচার থাকবে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে না। ব্যবহারকারীদের থেকে আয় বাড়ানোর লক্ষ্যে মেটা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। বিশেষ করে প্ল্যাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাএর ব্যবহার বাড়ায় প্রিমিয়াম সংস্করণের সম্ভাবনাও আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠেছে।