রামু সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানিম হোসেন ইমনের, রামু রামু সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ব্যায়াম প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ হাছানুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কলেজের শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আবুল মনছুর চৌধুরী, আহ্বায়ক, রামু কলেজ বাস্তবায়ন কমিটি। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নজির আহমদ কোম্পানী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক আবুল মনছুর মোহাম্মদ জহির, শিক্ষক পরিষদ, রামু সরকারি কলেজ—অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।