বিমান থেকে বোমা উদ্ধার, প্রাণে বেঁচে গেলেন যাত্রীরা; কক্সবাজার বিমানবন্দরে প্রথম নিরাপত্তা মহড়া
Wednesday, January 07, 2026
আহসান সুমন ::
ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বিমানে বোমা থাকার হুমকি পাওয়া গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে এয়ারপোর্টে ইমারজেন্সি অপারেশনস সেন্টার সক্রিয় করা হয়। পরে বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ধ্বংস করে দেয় বিমানবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
উপর উল্লেখিত চাঞ্চল্যকর ঘটনাটি বাস্তব নয়, এটি মহড়ার অংশ মাত্র। অনেকটা সিনেমার গল্পের মতো। যা অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরে।
কিন্তু বাস্তবতায় এমন কোন ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে বুধবার সকালে কক্সবাজারে প্রথমবারেরমতো বিশেষ প্রস্তুতি সরূপ ব্যতিক্রমী একটি মহড়ার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মহড়ায় বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, জেলা পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে মহড়া প্রত্যক্ষ করেন। তিনি বলেন,
এ ধরনের মহড়া নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে সহায়তা করে।
তিনি আরও জানান, চলতি বছর অনুষ্ঠিতব্য আইসিএও নিরাপত্তা অডিটের প্রস্তুতিতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন।
মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমডোর আসিফ ইকবাল ও কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হোসেন বক্তব্য রাখেন।
এসময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



