রামু থানা পুলিশের অভিযানে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রয়লব্দ অর্থ নগদ ২০,৫০০/- টাকা উদ্ধার সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

তানিম হোসেন ইমন, রামু অদ্য ১৮/০১/২০২৬খ্রিঃ তারিখ জনাব এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশনায় মনিরুল ইসলাম ভুঁইয়া, অফিসার ইনচার্জ, রামু থানা, কক্সবাজার এর তত্ত্বাবধানে রামু থানার এসআই(নিঃ) জয়নাল আবেদীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৮/০১/২০২৬খ্রিঃ তারিখ সকাল অনুঃ ৭.০০ ঘটিকায় রামু থানাধীন খুনিয়াপালং ইউপির ৪নং ওয়ার্ডস্থ ধেছুয়া পালং জুমকাটা গ্রামের আব্দুল মোনাফের বাড়ী তল্লাশি করে আসামী রফিকুল ইসলাম ও আবদুল শুক্কুর-দ্বয়ের হেফাজত হতে ক) ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং খ) মাদক বিক্রয়লব্দ অর্থ নগদ ২০,৫০০/- টাকা উদ্ধার করে।এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীঃ- ১। রফিকুল ইসলাম (২৬), ২। আবদুল শুক্কুর (৩২), উভয় পিতা-আবদুল মোনাফ, মাতা-সেলিনা আকতার, সাং-ধেছুয়া পালং, ঝুমকাটা, ৪নং ওয়ার্ড, ৯নং খুনিয়াপালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার। আসামিদ্বয় বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘ দিন যাবত অবৈধ ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। উদ্ধারকৃত আলামত: ক) ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং খ) মাদক বিক্রয়লব্দ অর্থ নগদ ২০,৫০০/- টাকা।