কোটবাজার হকার্স সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি নুর মোহাম্মদ সম্পাদক ভুট্টো
Monday, January 05, 2026
শফিউল শাহীন, কক্সটিভি
উখিয়ার কোটবাজার হকার্স সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও সভাপতি ছাড়া সমিতির অন্যান্য সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ওই পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়। তবে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে একক প্রার্থী থাকায় ভোট ছাড়াই তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
এতে হোটেল মালিক সমিতির সভাপতি ও অত্র সমিত প্রতিষ্ঠাতা উপদেষ্টা রেজাউল করিম রেজা, কোটবাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য জাফর আলম, শাহজাদা এবং নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে মফিজ উদ্দিন, জামাল হোসেন ও ইমাম শরিফরা উপস্থিত ছিলেন।
আগামী তিন বছরের জন্য যারা নির্বাচিত হয়েছে সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুট্টো, কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন, সদস্যদের মধ্যে শফিউল আলম মাঝি, বাদশা মিয়া, আব্দুল করিম কালু, আবুল কালাম, ইমরান হোসেন রিয়াদ, ছৈয়দ আহমদ, নুরুল ইসলাম, আব্দুল মালেক মানিক।
নবনির্বাচিত নেতৃবৃন্দ কোটবাজার এলাকার হকারদের অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।



