সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা
Tuesday, January 20, 2026
প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবেশ-প্রতিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দ্বিতীয় দফায় দ্বীপের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও সৈকতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।
অভিযানকালে দ্বীপের মূল সৈকত এলাকায় প্লাস্টিক পোড়ানো, জেনারেটরের অতিরিক্ত শব্দ এবং অনিয়ন্ত্রিত আলোকসজ্জার কারণে সামুদ্রিক প্রাণীদের প্রজনন ও স্বাভাবিক জীবনচক্রে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টির দায়ে নীল দিগন্ত রিসোর্টকে ৩০ হাজার, লুই পাস হোটেলকে ৫০ হাজার, সেন্ট কেসেল হোটেলকে ৫০ হাজার ও সূর্য স্থান হোটেলকে ৩০ হাজার টাকা জরিমা করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান অভিযানে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অবহেলা ও কঠিন বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, স্তুপকৃত প্লাস্টিক পোড়ানো, উচ্চ শব্দে জেনারেটর ব্যবহার, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং হোটেলে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের দায়ে হোটেল ফ্যান্টাসি, কোরাল হেডজ বীচ রিসোর্ট, হোটেল অবকাশ, আপ্যায়ন রেস্তোরা এবং দি আটলান্টিক হোটেল থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে ১৯ জানুয়ারি অভিযানের শুরুতে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ারভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টে পরিবেশবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ সময় এসব প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সৈকতের ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈরি কাপ ও স্ট্র জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



