ছাত্রদল থেকে পদত্যাগ করে বিএনপি'তে যোগ দিলেন আউয়ালির রহমান শিহাব
Saturday, January 10, 2026
রামু প্রতিনিধি
আমি আউয়ালির রহমান শিহাব, আজকে আমাকে রামু কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
ছাত্রদল আজ নেতৃত্বহীন ও ছায়াহীন এক সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সবচেয়ে শক্তিশালী অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল—যে সংগঠন একসময় আপসহীন ছাত্ররাজনীতির প্রতীক ছিল, আজ তা কিছু সুবিধাভোগী ও তেলবাজদের হাতে জিম্মি।
এক বছরেরও বেশি সময় ধরে যুবদল ও বিএনপির একটি অংশ অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে ছাত্রদলের সুনাম ধ্বংস করেছে। যার মাশুল ছাত্রদলকে দিতে হয়েছে ডাকসু, চাকসু, জাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির মাধ্যমে।
আজ ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা, নগর ও মহানগর পর্যন্ত নেতৃত্ব নির্ধারিত হচ্ছে যোগ্যতায় নয়—রেফারেন্স ও তোষামোদে। অযোগ্যদের নেতা বানিয়ে প্রভাবশালী নেতাদের অবৈধ স্বার্থ রক্ষা করানো হচ্ছে। এরাই ছাত্রদলের আদর্শকে কলুষিত করছে।
ছাত্রদলকে পুনরায় শক্তিশালী করতে হলে প্রয়োজন যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগী কর্মী ও তেলবাজীহীন নেতৃত্ব। সেই যোগ্যতা ও সক্ষমতা থাকা সত্ত্বেও আমাকে এবং আমার মতো অনেককে উপযুক্ত পদে না রেখে ওপরমহলের নেতাদের মিছিলের সঙ্গী ও সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।



