কক্সবাজারে এমপি প্রার্থীর প্রথম ওয়েবসাইট WWW.KAZALBNP.COM এর শুভ উদ্বোধন

কক্সটিভি নিউজ ডেস্ক : জনগণের সেবা উন্নয়ণের পথে’ এই প্রতিপাদ্য আগামী নির্বাচনকে সামনে রেখে কক্সাবাজার ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের ওয়েবপোর্টাল এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের নিরিবিলি অর্কিডের হলরুমে এর উদ্বোধন করেন নুৎফুর রহমান কাজল। রামু উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিদওয়ান আহমেদের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় WWW.KAZALBNP.COM এই ওয়েব পোর্টালে পাওয়া যাবে লুৎফুর রহমান কাজলের সংক্ষিপ্ত জীবনী, আন্দোলন,উন্নয়ণ তথ্য, আগামী নির্বাচনে অঙ্গীকার ও প্রতিশ্রুতি সহ নানান তথ্য। এসম কাজল বলেন,তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কাজ করতে হবে,বাড়ি বাড়ি গিয়ে কেন ধানের শীষে ভোট দিবে এসব নিয়ে আলোচনা করতে হবে, জনগণের সাথে সম্পর্ক না রাখলে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। ওয়েব পোর্টাল উদ্বোধনকালে কক্সবাজার জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটাই প্রথম কোনো এমপি প্রার্থীর ওয়েব পোর্টালের উদ্বোধন হলো।