তুচ্ছ ঘটনায় চাচার হাতে ভাতিজা খুন



বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা শহীদ ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১২ আগস্ট) বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত শহিদ ইসলাম সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।


নিহতের বাবা ছয়ফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার (৬ আগস্ট) সকালে আমার মেঝো ভাই শহিদুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলামের সঙ্গে বাড়ির প্রবেশপথ নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এ সময় আমার ছেলে বিবাদ মিটাতে এগিয়ে আসলে আমার মেঝো ভাই শহিদুলের হাতে থাকা বেকি (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে চোখে আঘাত করে। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা ছেলেকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার ছেলের মৃত্যু হয়।



জানা যায়, ঘটনার পর থেকেই মেঝো চাচা শহিদুল ইসলাম ও ছোট চাচা শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে।



সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। তবে এখনও কেউ এ ব্যাপারে থানায় কোনো মামলা দিতে আসেনি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।