রামুতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তানিম হোসেন, রামু ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৬ উপলক্ষে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবু নাঈম মোহাম্মদ হারুন, রামু প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আহম্মদ সৈয়দ ফরমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।