সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে উত্তীর্ণ কক্সবাজারের মেধাবী শিক্ষার্থী ইফাত
Sunday, December 14, 2025
আহসান সুমন ::
এমবিবিএস ভর্তি পরিক্ষায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে উত্তীর্ণ হয়েছে মেধাবী শিক্ষার্থী আকিল সাখওয়াত ইফাত। সে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার শফি উল্লাহ ও আফরোজা লিলি দম্পতির সন্তান এবং উখিয়ার ইনানীর ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সদস্য। ইফাত ইনানীর বিশিষ্ট সমাজসেবক জাগির হোসেন সিকদারের দৌহিত্র।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজে ভর্তি হয় ইফাত। সেখান থেকে ২০২৫ সালে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এমবিবিএস পরিক্ষায় অংশ নিয়ে এমন সাফল্য বয়ে আনে।
তার অসাধারণ এই সাফল্য অর্জনে আত্মীয় স্বজন এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত। এমন সুন্দর মুহুর্তে ইফাতের আগামীর সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে তার পরিবার।
মেধাবী ইফাত একজন ভাল চিকিৎসক হয়ে আজীবনের জন্য দেশ ও মানুষের কল্যাণমূলক সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।



