বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালকের কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
Sunday, December 21, 2025
সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, সরকারের উপ-সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান। রোববার দুপুরে তিনি এ কেন্দ্রটি পরিদর্শনে যান।
এসময় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ, সহকারি পরিচালক আব্দুল আউয়াল, কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা বিভাগীয় পরিচালকের সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নিবাসী শিশুদের আবাসন কক্ষ, ডাইনিং কক্ষ, প্রশিক্ষণ কক্ষ, রান্নাঘর এবং বিভিন্ন ধরণের সেবা কক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা, গোছালো ও পরিপাটি দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকারি কর্মকর্তা। এরপর নিবাসী শিশুদের তৈরিকৃত 'আলোর পথযাত্রী' দেয়ালিকার ২২তম সংখ্যা উম্মোচন করেন পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। এরপরেই তিনি শিশুদের তৈরিকৃত হরেক রকম পিঠাপুলিতে সজ্জিত স্টল পরিদর্শন করেন। অতঃপর কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার। লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমা এর সঞ্চালনায় এবং নিবাসী শিশু নূর মোস্তফা এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নিবাসী শিশুদের পক্ষে বক্তব্য রাখেন উর্মি সাদিয়া।
আলোচনা সভা শেষে নিবাসীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উশু ডেমো প্রদর্শনী উপভোগ করেন পরিদর্শনকারি বিভাগীয় পরিচালক এবং অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানের শেষভাগে নিবাসী শিশুদের মাঝে শীতকালীন নানা ধরণের প্রসাধনী সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এরপরেই পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও নিবাসী শিশুদের পক্ষ থেকে পরিচালক কর্মকর্তাকে পুঁতির তৈরি হস্তশিল্পের তাজমহল প্রতিকৃতির উপহার তুলে দেয়া হয়।



