কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ
Wednesday, January 28, 2026
আহসান সুমন, কক্সবাজার :
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে।
কৃষি ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় অপহরণকারীরা তাদের জিম্মি করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল জানান, ‘সকালে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ি অস্ত্রধারীরা কৃষকদের জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত কৃষকদের দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন এই জনপ্রতিনিধি।
অপহৃতরা হলেন-মো. জমির (৬২), শফি আলম (১৩), মো. আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০)। এই চারজনের বাড়ি ঝিমংখালী, মিনাবাজার, টেকপাড়া, ৬নং ওয়ার্ড এলাকায়। এছাড়া মোজাহের (৬০) ও মোস্তাক (১২) উভয়ের বাড়ি ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প, ৬ নং ওয়ার্ড এলাকায়।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, ‘হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ কেন্দ্র এলাকার ৬ কৃষক পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গেলে পাহাড়ি ডাকাত দল তাদের তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।
অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।



